গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে জাতীয় পার্টির (লাঙল) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় বনানী থেকে এক যোগে সারাদেশের ২৮৯ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক মজিবুল
এসময় তাঁর ঘোষনা থেকে প্রাপ্ত তথ্যে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা তারা হলেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাপা রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ৩০ গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) জেলা জাপার আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে প্রয়াত ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী এমপির ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান ও ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা প্রমুখ। এ ঘোষনার খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।