বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ‘বোমা’র সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪:
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন বোমার সাধারণ সভা শুক্রবার বিকেলে ঢাকার বনানীর প্লাটিনাম গ্রান্ড হোটেলে অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম অনলাইন অ্যাসোসিয়েশন। বোমার ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম খান ডলারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ স্বপনের পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান বেদু।

বোমার নির্বাহী সভাপতি কামাল হোসেন, নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম, সহ সভাপতি নাসির উদ্দিন বুলবুল, সহ সভাপতি রাশেদুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক অয়ন আহমেদ। প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাইমুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আবু সুফিয়ান। সাব্বির আহমেদ রনি, আনহার সমশাদ, আবু নাঈম, রফিকুল হুদা বাবু, মোহাম্মদ ওবায়েদউল্লা, সালমা সুলতানা মুন্নী সহ প্রমুখ।

উল্লেখ্য আগামী বছর জানুয়ারীতে বোমা ফ্যামিলি ভে-২০২৪ গেট টু গেদার অনুষ্ঠানে বোমার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা বিষয়ে সর্বসন্মতি ক্রমে সিদ্ধান্ত হয়। সাধারণ সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ BOMA-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সবার জন্য উপহার হিসেবে ছিল বোমার লোগো সম্বলিত সুদৃশ্য কফি মগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *