লিফট সেক্টরের শীর্ষ উদ্যোক্তাদের মিলনমেলা: সহযোগিতা ও অগ্রযাত্রা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান :

ঢাকা, বাংলাদেশ — দেশের লিফট ও এলিভেটর ইন্ডাস্ট্রির শীর্ষ উদ্যোক্তারা সম্প্রতি ইউনিকর্ন গ্রুপের সঙ্গে এক গুরুত্বপূর্ণ শিল্প বৈঠকে অংশ নেন। এই বৈঠকে ইন্ডাস্ট্রির বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা হয়।

ইউনিকর্ন গ্রুপের উদ্যোগে আয়োজিত এই লিডারশিপ মিটে অংশগ্রহণকারী উদ্যোক্তারা লিফট সেক্টরে মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদ্ভাবনী সমাধান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যৌথভাবে বাজার সম্প্রসারণের বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।

ইউনিকর্ন গ্রুপ বিশ্বাস করে, প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতাই একটি শক্তিশালী ও ভবিষ্যতমুখী লিফট ইন্ডাস্ট্রি গঠনের মূল চাবিকাঠি। এই ধরনের শিল্প সংলাপ পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি সেক্টরের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

ইউনিকর্ন গ্রুপ আগামীতেও ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে এমন গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল এর সভাপতিত্বে কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ, ডিরেক্টর আহসান হাবীব ফাহিম, হেড অফ সেলস সামেদ পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর এন্ড লিফট ইমপোর্টাস এসোসিয়েশন এর সভাপতি এমদাদুর রহমান, সেক্রেটারি মো:শফিউল আলম উজ্জ্বল, হিডক্স এলিভেটর আসানসোর তুর্কির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো: ফরিদুর রেজা প্রমুখ।

উপস্থিত ছিলেন ইজিটেক লিফট এন্ড এস্কেলেটর এর ম্যানেজিং ডিরেক্টর তালাল মো: তাহসিনুল কাদির, আজো এলিভেটর এর ডিরেক্টর মো: ওয়াহিদ আলম দেওয়ান, বন্ধন প্রকৌশলী বাংলাদেশ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মো: জাকির হোসেন, সুইফট টেকনোলজিস এন্ড সুইফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি: এর হেড অব সেলস মো : সোহেল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *