ওড়ার সময় সব রকম স্বাচ্ছন্দ্য দিতে মধ্যপ্রাচ্যের ইতিহাদ এয়ারওয়েজ বিশেষ পরিষেবা শুরু করছে৷ ফলে বিমানেই স্যুইটের ব্যবস্থা রাখা হবে, যেখানে বেডরুম, আলাদা স্নানাগারএবং নিজস্ব খাসনামা দেয়া হবে যাত্রীদের জন্য৷একেবারে ধনী লোকেদের আকৃষ্ট করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে৷
ইতিহাদের প্রতিদ্বন্দ্বী এমারিটাস ইতিমধ্যেই প্রথম শ্রেনীর যাত্রীদের জন্য দোতলা এ-৩৮০ এয়ারবাসে ‘শাওয়ারে’র ব্যবস্থা করেছে৷প্রথমশ্রেণীর যাত্রীদের জন্য আলাদা ফ্লোরের ব্যবস্থা রয়েছে ওই উড়ানে৷ তবে তার থেকে আরও এক ধাপ বেশি আরাম-আয়েশ দিতে চায় ইতিহাদ৷ একজন যাত্রী অথবা এক দম্পতি এই নতুন এ-৩৮০ এয়ারবাসে তিন কামরার স্যুইট ব্যবহার করতে পারবে৷ যার নাম দিচ্ছে বিমান সংস্থাটি ‘রেসিডেন্স’৷সেখানে ১১.৬১ বর্গমিটার জায়গা জুড়ে থাকছে একটি লিভিং রুম, দুজনে থাকার বেডরুম এবং শাওয়ার সহ স্নানাগার৷এছাড়া লন্ডনে প্রশিক্ষণ প্রাপ্ত একটি খাসনামা পাওয়া যাবে যিনি ওই যাত্রীর দেখভাল করার জন্য থাকবেন৷
একেবারে দামি বিলাসবহুল হোটেলের মতোই বিমানের যাত্রীর ব্যক্তিগত ফাইফরমাশ খাটবে ওই খাসনামা ইতিহাদ পরিকল্পনা করেছে ডিসেম্বর মাস থেকে এই এ৩৮০ বিমানটি চালু করা হবে৷চলবে আবুধাবি থেকে লন্ডন৷তবে এমন বিলাসবহুল বিমানের পরিষেবা নিতে ট্যাঁকের কড়ি ভালোই খসবে৷ সেক্ষেত্রে আবুধাবি থেকে লন্ডনে যেতে বিমানভাড়া লাগবে ২১,০০০ মার্কিন ডলার৷ইতিহাদ এয়ারওয়েজের কর্তাদের আশা এই পরিষেবা নেয়ার জন্য চাহিদা রয়েছে এবং পরিষেবা চালু হলে ভালোই ব্যবসা হবে৷- ওয়েবসাইট।