রাজশাহী মহানগরীর আলিমগঞ্জ এলাকার একটি ব্রিজের নিচ থেকে সিলভেস্ট (৬০) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি মহানগরীর আলিমগঞ্জ এলাকার বাসিন্দা।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, সকালে এলাকাবাসী সিলভেস্টারের লাশ ব্রিজের নিচে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বর্তমানে ময়নাতদন্তের জন্য সিলভেস্টারের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃতের পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, সিলভেস্ট একজন মধ্যপায়ী ব্যক্তি ছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে বাড়ির লোকজন জানতে পারে তার লাশ ব্রিজের নিচে ভাসছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে ব্রিজ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। আর পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সাধারণ ডায়েরি করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।