ফেনীতে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা

10338267_762038287151661_4008197821338617450_nফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনী বিজ্ঞান ক্লাবের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক। ফেনী বিজ্ঞান ক্লাবের যুগ্ম আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী বিজ্ঞান ক্লাবের আহবায়ক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার, ফেনী প্রেস ক্লাব সভাপতি বখতেয়ার ইসলাম মুননা, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ডাঃ কাজী ইস্্রাফিল, কর্মশালার রিসোর্স পারসন ও চট্টগ্রাম ফটো এসোসিয়েশনের সভাপতি মউদুদুল আলম।
ফেনী সরকারী কলেজের শিক্ষার্থী শাবাব তাহসিন মম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী বিজ্ঞান ক্লাবের যুগ্ম আহবায়ক আবু জোবায়ের ভূঞা মুন্না। কর্মশালায় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *