রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গোপনে ৩০০ সাংবাদিককে ক্রিমিয়াসংক্রান্ত রিপোর্টিংয়ের জন্য পুরস্কৃত করেছেন বলে রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে। তার ভাষায় এই সাংবাদিকরা ‘সঠিক’ রিপোর্টিং করেছেন বলে তাদের পুরস্কৃত করা হয়।
রাশিয়ার অপেক্ষাকৃত স্বাধীন খবরের কাগজ ‘ভেদোমোস্তি’ এই খবরটি ৫ মে প্রথম প্রকাশ করে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কো টাইমসের কাছে এ খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, ক্রেমলিন এর বিস্তারিত কিছু জানাবে না।
পুতিনের প্রেস বিভাগ জানিয়েছে, কারা পুরস্কার পেলেন তা জনগণের জানার প্রয়োজন নেই।
‘ভেদোমোস্তি’ পত্রিকা এর সত্যতা জেনেছে রাশিয়ান টেলিভিশন ও রেডিও ব্রডকাস্টিং নেটওয়ার্কের ডেপুটি ডিরেক্টর ভিক্টর পিচুনের কাছ থেকে।
সাংবাদিকদের পুরস্কারের এই খবরটি এমন সময় এলো যখন রাশিয়ার সরকারি গণমাধ্যম বিশ্বব্যাপী সমালোচনার মুখোমুখি।