বিবিসির সাবেক প্রেজেন্টার স্টুয়ার্ট হল ১৬ বছরের কম বয়সী বালিকাকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসির এরিয়েল ম্যাগাজিন। তবে তিনি আরো ২০টি অভিযোগের কথা অস্বীকার করেছেন।
মঙ্গলবার তাকে জেল থেকে আদালতে আনা হয় যেখানে তিনি তার অপরাধ স্বীকার করেন।
১৫ বার ধর্ষণ ও পাঁচ বার দু’জন নারীর প্রতি অশালীন আচরণের জন্য শিগগির বিচার শুরু হবে ৮৪ বছর বয়সী এই সাংবাদিকের। এ অপরাধগুলো তিনি গ্রেটার ম্যানচেস্টার ও চেশায়ারে ১৯৭৬ ও ১৯৮১ সালের মধ্যে করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই দুই নারীর বয়স এখন একজন ৪০ ও একজন ৫০-এর কোঠায়। ঘটনার সময় তারা ১৩ বছরের বালিকা ছিলেন।
বিচারকাজ আগামী সাতদিন চলবে। তবে তার আটকাদেশ আরো ৩০ মাস বাড়ানো হয়েছে।
এসব অপরাধের কথা জানাজানি হওয়ার আগ পর্যন্ত স্টুয়ার্ট হল বিবিসির খুব বিখ্যাত ধারাভাষ্যকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিবিসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ধারাভাষ্য দিয়েছেন দশ বছরের বেশি।