ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ল্যাবএইড স্পেশালাইজড কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ এম শামীমসহ পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বাদী হয়ে এই মামলাটি করেন কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সদ্য প্রয়াত মেয়র নাসির উদ্দিন আহমেদের স্ত্রী মাহমুদা আহমেদ। মামলার অপর আসামিরা হলেন ল্যাবএইড স্পেশালাইজড কার্ডিয়াক হাসপাতালের কনসালট্যান্ট ডা. এ পি এম সোহরাব-উদ-জামান, ডা. লোকমান হোসেন, সহকারী কার্ডিয়াক সার্জন ডা. শামীম হোসেন এবং ডা. এমরান হোসেন । মামলার অভিযোগে বলা হয়েছে, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নাসির উদ্দিন আহমেদ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে এনজিওগ্রাম শেষে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। কেবল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রোগীর ফুসফুসে পানি জমে থাকার বিষয়টি গোপন করেই গত ৫ এপ্রিল তার সার্জারি করেন তারা। পরবর্তী সময়ে শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে গত ২৫ এপ্রিল নাসির উদ্দিন আহমেদ মারা যান। অভিযোগে আরো বলা হয়, ওপেন হার্ট সার্জারি, কিডনি ডায়ালাইসিস এবং অন্যান্য খরচ বাবদ তার কাছ থেকে ৫ লাখ টাকা গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাদীর প্রাথমিক এজাহারের ওপর শুনানি গ্রহণ করেন বিচারক ইমদাদুল হক। বাদীপক্ষে আদালতে এজাহারটি দাখিল ও শুনানি করেন অ্যাডভোকেট বেলাল হোসেন। বিচারক পরে আদেশ দেবেন বলে জানান।