
ভৈরবে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দীর্ঘদিন ধরে চলছে জমজমাট জুয়ার আসর। এতে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই। ধ্বংস হচ্ছে যুব সমাজ। প্রসাশনের নজরদারী না থাকায় প্রকাশ্যে দিনের বেলায় ভৈরবের কালিকাপ্রসাদ ছিদ্দিরচর বাজার সংলগ্ন চিরমতিরচর তাল গাছের নিচে, গাউছিয়া দরবার শরীফের সামনে, কামালের ইটাখলা, শয়তান (হয়তান) আলীর মাঠ, পুরাশার মাজার সংলগ্ন মাঠ, ডেকেরচর বাজার ব্রীজের কাছে, চরের কান্দা ইটাখলা, মিরারচর বাজারের কাছে মেশিন ঘরে এবং গাছতলা ঘাট-চন্ডিবের সড়কের উত্তর পাশে ফসলি জমিতে, পৌর শহরে জগন্নাথপুর, রেল ষ্টেশন, ভৈরব বাজার, রাজাকাটা চকবাজারের পূর্ব পাশে ও ভৈরব নৈশ মৎস্য আড়ৎ সহ শতাধিক স্পটে চলছে জমজমাট জুয়ার আসর। দিনে দিনে বাড়ছে জুয়ারিদের সংখ্যা।
এতে করে সমাজে ও সংসারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আবার জুয়া খেলে নিঃস্ব হয়ে অনেকেই রাতের বেলা চুরি ছিনতাইয়ে মেতে উঠে।
জানা যায় সকাল থেকেই এসব জুয়ার স্পটে দেশ বিদেশের অনেক জুয়ারিরা জুয়া খেলতে আসেন। এসমস্ত অনেক জুয়ার আসরে আবার প্যান্ডেল টানিয়ে এবং পাম্প ও হ্যাজাক লাইট জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত লাখ লাখ টাকার জুয়া খেলা হয়।
এছাড়াও অভিনব কৌশলে ভৈরব মেঘনা নদীতে চলন্ত নৌকায় চড়ে লাখ লাখ টাকার জুয়া খেলা হয়।
বিকেল থেকেই জুয়া খেলার জন্য ভৈরব লোহা ঘাটে জুয়ারিরা এসে জড়ো হতে থাকে। পরে তারা নৌকাই উঠে মেঘনা নদীতে চলন্ত নৌকায় গভীর রাত পর্যন্ত জুয়া খেলে। এলাকাবাসী এসব জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।