
বেলুন উৎসবের কেন্দ্র ভার্জিনিয়ার মিডো ইভেন্ট পার্ক থেকে ১৩টি বেলুনের আকাশে ওড়ার কথা ছিল এবং তারই অংশ হিসেবে তিনটি বেলুন উড়েছিল। কিন্তু দু’টো বেলুন ঠিকভাবে নামতে পারলেও তৃতীয় বেলুনটি নামার সময় বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়।
এতে বেলুনটিতে আগুন ধরে যায়। পাইলট বেলুনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য প্রাণপণে প্রচেষ্টা চালিয়েছেন। যাত্রী বহনের অংশটি বেলুন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দুই যাত্রী প্রাণ বাঁচানোর তাগিদে বেলুন থেকে লাফিয়ে পড়েন। বেলুন দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড।সূত্র: আইআরএএনবি।