আমেরিকায় মধ্য আকাশে বেলুনে আগুন ধরে প্রাণ হারালেন ২ আরোহী

ac9909f3ff0f0c9c8b207e35fa5af061_XL_21993আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উষ্ণ বেলুনে আগুন ধরে তিন আরোহীর দু’জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। নিহত ব্যক্তিরা রিচমন্ড বিশ্ববিদ্যালয়ের মহিলা বাস্কেটবল টিমের কোচ বলে জানা গেছে। মধ্য আটলান্টিক বেলুন উৎসব শুরুর আগে শুক্রবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সারা রাত তল্লাসি চালিয়েও বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারেনি।
বেলুন উৎসবের কেন্দ্র ভার্জিনিয়ার মিডো ইভেন্ট পার্ক থেকে ১৩টি বেলুনের আকাশে ওড়ার কথা ছিল এবং তারই অংশ হিসেবে তিনটি বেলুন উড়েছিল। কিন্তু দু’টো বেলুন ঠিকভাবে নামতে পারলেও তৃতীয় বেলুনটি নামার সময় বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়।
এতে বেলুনটিতে আগুন ধরে যায়। পাইলট বেলুনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য প্রাণপণে প্রচেষ্টা চালিয়েছেন। যাত্রী বহনের অংশটি বেলুন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দুই যাত্রী প্রাণ বাঁচানোর তাগিদে বেলুন থেকে লাফিয়ে পড়েন। বেলুন দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড।সূত্র: আইআরএএনবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *