মমতাময়ী মায়ের খাওয়ানো বিষের জ্বালায়ই মরতে হলো পাকিস্তানের পাঁচ বছর বয়সী এক শিশু সন্তানকে। মৃত্যুর প্রহর গুনছে আরও দুই শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, পাঞ্জাবের ফয়সালাবাদ সিটির শাহজাদ শহরের বাসিন্দা সদাফ বিবি। শনিবার স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে অভিমান করে তিন শিশু সন্তানকে কীটনাশক খাইয়ে দেন তিনি। পরে তিন সন্তানকে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যায়। মৃত্যুর খবর পেয়ে তিনি নিজেও একসঙ্গে অনেক ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করেন।
শিশু সন্তানকে হত্যা ও আত্মহত্যার চেষ্টার পর সদাফ বিবিকে আটক করেছে পুলিশ।