ফুলবাড়িয়া শিক্ষকের নির্মমতায় শিক্ষার্থী হাসপাতালে

Pic...-fulbaria-mymensingh-12.05-2-300x203ময়মনসিংহের ফুলবাড়িয়া জেলার পলাশীহাটা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে তুচ্ছ ঘটনায় দশম শ্রেণির ছাত্র আবু রায়হানকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে বিদ্যালয়ের এক শিক্ষক।

গুরুতর আহত শিক্ষার্থীকে রোববার রাতে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
আবু রায়হান নিশ্চিন্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেছে।

ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শনিবার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আকাশের সঙ্গে রায়হানের বন্ধু মারুফের ঝগড়া হয় । ঝগড়ার সময় আবু রায়হান দুইজনের ঝগড়া না থামিয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষণ করেন- এ অপরাধের দায়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হানের বিচার করার দায়িত্ব দেন গণিতের শিক্ষক কছিম উদ্দিনকে দায়িত্ব দেন। শিক্ষক কছিম উদ্দিন বাঁশের বেত দিয়ে নির্মমভাবে পেটান আবু রায়হানকে।
এতে সে গুরুতর আহত হয়ে বাড়ি ফিরলে অভিভাবকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

হাসপতালে চিকিৎসাধীন আবু রায়হান জানায়,‘কছিম উদ্দিন স্যার আমাকে অফিস রুমে ডেকে ২ থেকে ৩টি বাঁশের কাঞ্চি দিয়ে প্রায় ৩০/৪০ টি বারি দিয়েছে। বার বার মাফ চাইছি, তারপরও মাফ করেনি স্যার।

অধ্যক্ষ একেএম শামছুল হক বলেন, শিক্ষক কছিম উদ্দিনকে বিচার করার দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু এভাবে পিটানোর জন্য তাকে বলা হয়নি। এঘটনায় শিক্ষক কছিম উদ্দিনের বিরুদ্ধে তিরস্কারমূলক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *