সব মানুষই যৌনতার প্রতি আবিষ্ট : শ্যারন স্টোন

imagesশুধু হলিউড নয়, সবাই যৌনতার প্রতি আবিষ্ট, এ কথা বললেন হলিউডের এক সময়ের সেক্স সিম্বল শ্যারন স্টোন। তাঁর পরের ছবি ‘ফেডিং গিগলো’-তে এক আবেদনময়ী নারীর চরিত্র নিয়ে উদয় হবেন ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী।
যৌনতার প্রতি হলিউডপাড়ার আচ্ছন্নতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, এখানকার মানুষ এই মেলামেশা পছন্দ করছেন না তা বলা যাবে না। শুধু হলিউড নয়, সব মানুষই সেক্সের প্রতি আকর্ষিত। যদি সেক্স না থাকত, তবে মানুষের ভবিষ্যৎ বলে কিছু থাকত না। আমার মনে হয়, এর প্রতি আকর্ষণ থাকার কারণ রয়েছে। এটা সৃষ্টিশীলতা যা সৃষ্টিকর্তা এভাবেই বানিয়ে দিয়েছেন।
‘ফেডিং গিগলো’ ছবিতে শ্যারন এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন যিনি মানুষের দৈহিক সম্পর্কের নানা দিক আবিষ্কার করতে উৎসাহী এবং এভাবেই নিজেও যৌন তৃপ্তি উপভোগ করেন। এ ছবিতে আরো আছেন উডি অ্যালেন, সোফিয়া ভারগারা এবং জন টারটুরো। সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *