ভারতের ক্ষমতায় বসতে যাওয়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য পররাষ্ট্র নীতি নিয়ে একটি ‘পরামর্শ’ রেখে যাবে বিদায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার, যাতে বাংলাদেশ ও চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্ক অব্যাহত রাখার আহ্বান থাকবে।
মনমোহন সরকারের এক শীর্ষ কর্মকর্তা আজ সাংবাদিকদের বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন তার উত্তরসূরির জন্য এ বিষয়ক ‘সুনির্দিষ্ট পরামর্শ’ রেখে যাবেন।
রাষ্ট্রপতি নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার সঙ্গেই নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে বিদায় নেবেন মেনন।
নরেন্দ্র মোদির সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাকে করা হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে এটা পরিষ্কার যে, মেননের দায়িত্ব চালিয়ে যাওয়ার প্রস্তাব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন।
ভারতে প্রতিটি সরকারই নিজেদের পছন্দ মতো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেন। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সরকারে এ পদে ছিলেন ব্রজেশ মিশ্র। কিন্তু ২০০৪ সালের নির্বাচনে বিজেপির হারের পর বিদায় নেন তিনি।
মনমোহনের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব জেএন দিক্ষিত। তার আকস্মিক মৃত্যুর পর ইনটিলিজেন্স ব্যুরোর (আইবি)সাবেক প্রধান এমকে নারায়ণকে এ দায়িত্ব দেয়া হয়।
কিন্তু ২০০৮ মালে বোম্বে বোমা হামলার পর তাকে সরিয়ে সাবেক পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেননকে এ দায়িত্বে আনে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার।