রাজশাহীর তানোর থানা পুলিশের বিরুদ্ধে বিনা অভিযোগে দিনমজুরকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে ছাড়াতে পাঁচশ’ টাকা উৎকোচও নিয়েছে আহতের পরিবারের দাবি করেছে।
শুক্রবার মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির এএসআই ফরহাদ হোসেনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার ও তানোর থানার ওসি কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে এরাজ কাঁকনহাটে যাচ্ছিলেন। পথে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় শহিদুল নামের একজন তার পথরোধ করে চাঁদা দাবি করে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উল্টো এরাজকে ধরে মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় শহিদুল।
এরাজের ছোটভাই এরশাদ আলী বলেন, শহিদুলের কথামত ফাঁড়ির এএসআই ফরহাদ লাঠি দিয়ে এরাজকে বেধড়ক পিটিয়ে জখম করে। আহতাবস্থায় তাকে তিন ঘণ্টা ফাঁড়িতে আটকে রাখা হয়। পরে পুলিশকে পাঁচশ’ টাকা দিয়ে এরাজকে সেখান থেকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
অভিযুক্ত এএসআই ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ফাঁড়ির সামনে তারা দুইজন কথা কাটাকাটি করছিল। দুই জনকে ফাঁড়িতে এনে সামান্য পিটুনি দেওয়া হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।
Leave a Reply