লাওসের উত্তরাঞ্চলে শনিবার প্রতিরক্ষা মন্ত্রীসহ বেশ কয়েক শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের বহনকারী সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কীনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভিয়েনতিয়ানে থাই দূতাবাসের দেয়া তথ্যের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়ানামেথি বলেন, “প্রতিরক্ষামন্ত্রী দৌয়াংচাই ফিচিত, ভিয়েনতিয়ান গভর্নর ও অপর কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ২০ জন বিমানটিতে ছিলেন।”
লাওসের কমিউনিস্ট সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গত বছরের অক্টোবরে লাও এয়ারলাইন্স পরিচালিত একটি বেসামরিক বিমান প্রতিকূল আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মেকং নদীতে বিদ্ধস্ত হয়। এতে ওই বিমানে থাকা ৪৯ আরোহীর সকলেই প্রাণ হারান। সূত্র: এএফপি
Leave a Reply