বাবার সঙ্গে মজা

article-2630573-1DEB103B00000578-445_636x382প্রকৌশলীর ছাত্র প্রাতীক ভার্মার বয়স কুড়ি। বাবার সঙ্গে চমৎকার সম্পর্ক। তাই একটু মজা করার জন্যে তার ৫০ বছর বয়সী বাবা সুন্দর ভার্মাকে বলল, বাবা তোমার সঙ্গে জরুরি কথা আছে। নিজের রুমে সে তার বাবাকে নিয়ে গেল। বাবা কিছুটা হকচকিয়ে ছেলের পিছু নিলেন। এরই মধ্যে প্রাতীক বাবাকে বলল, দরজাটা ভিড়িয়ে দাও। মায়ের এসব না জানাই ভাল।
এরপর বাবা তাকে জিজ্ঞেস করলেন, কি বলতে চাস, বল? বিছানায় হেলান দিয়ে আয়েশি ঢং এ ছিলেন সুন্দর ভার্মা। এমন সময় একটু কাঁচুমাচু হয়ে প্রাতীক এসে কাছে বসে বলল, বাবা আমার ওই গার্ল ফ্রেন্ডকে তোমার মনে পড়ে? জবাবে সুন্দর ভার্মা বললেন, ওই কুত্তিটার কথা। কেনো সে আবার কি করল। প্রাতীক বাবাকে বলল, আহা! ওভাবে বল না। এবং এরপরই ঘরে যেন বোমার বিস্ফোরণ ফাঁটাল প্রাতীক। বলল, বাবা সে গর্ভবতী হয়ে গেছে। ক্ষমাও চাইতে লাগল সে।
সঙ্গে সঙ্গে আকাশ ভেঙ্গে পড়ল প্রাতীকের মাথার ওপর। প্রথমে লাথি, এরপর ঘুষি। একেবারে সুন্দর ভার্মা ফ্রিস্টাইল চালাতে লাগলেন তার ছেলের ওপর। নীরবে সইতে লাগল প্রাতীক। শেষমেশ এক বোতল তুলে যেই মাথায় ভাঙ্গতে এগিয়ে এলেন সুন্দর ভার্মা, তখন আত্মসমর্পন ভঙ্গীতে বলে বসল, প্রাতীক বাবা ঘরে ক্যামেরা লাগানো রয়েছে, আর আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম আর কি! অবশ্য ক্যামেরা ঘরের দেয়ালে সংযোজন করে সে দর্শকদের উদ্দেশ্যে বলেছিল, দেখা যাক কি ঘটে এবার।
দু’ সপ্তাহ আগে ইউটিউবে পোস্ট করার পর ভিডিওটি অন্তত ৫ লাখ দর্শক তা দেখেছেন। ভারতের নতুন দিল্লিতে এ ঘটনা ঘটে।

https://www.youtube.com/watch?v=HeRhheH635k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *