অনুকরণে যে বানর বেশ সিদ্ধহস্ত তা প্রায় সবার জানা। তাই বলে আমাজন জঙ্গলে যে সব পর্যটক এসে বন জঙ্গলের অপার সৌন্দর্য বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকেন তখন তাদের পকেট মারার কাজে বানরকে রীতিমত প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয়ার মত ঘটনা মনে হয় এবারই প্রথম জানা গেল।
ইকুয়েডরের আমাজন বনে বানরকে এ কাজ করতে দেখা গেল বেশ পারদর্শীতার সঙ্গে। এমন কি ছেলেদের হাত থেকে ফুটবল কেড়ে নেয়ার ব্যাপারে সেখানবার বানরগুলো বেশ ওস্তাদ। কিংবা পর্যটকদের গাড়িতে উঠে আয়না দিয়ে নিজের মুখ দেখতে দেখা যায় বানরগুলোকে।
ফটোগ্রাফার পিট অক্সফোর্ড বেড়াতে যেয়ে এসব দৃশ্য ক্যামেরা বন্দী করেন। যখন পর্যটকরা কেনাকাটায় ব্যস্ত তখন বানরগুলোর কেউ তার পকেট হাতিয়ে নিচ্ছে অনায়াসে। এবং দলবদ্ধভাবে এধরনের অভিযানে নামে বানরগুলো। সেখানকার কাপুচিনস প্রজাতির বানরগুলো ভয়ঙ্কর দর্শনের ভেংচি কাটতে ও এমনকি কামড়ে দিতে পরোয়া করে না। তবে যারা জানেন, তারা পকেটে কিছু রাখেন না বা রাখলেও তা বেশ সাবধানেই রাখেন। মশকরা হিসেবে দেখলে এ ধরনের ঘটনা বেশ ঠাট্টার আর সিরিয়াস দেখলে তাতো অপরাধ বটেই!!
ডেইলি মেইল