1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
আগামী অর্থবছরে চারটি বড় কাজ - Swadeshnews24.com
শিরোনাম
ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির প্রতিটা নিঃশ্বাস যেন খুঁজছে তোমায়: পূজা চেরি প্রযোজককে এসিড নিক্ষেপের হুমকি, চিত্রনায়িকা পলির বিরুদ্ধে জিডি ছেলেদের সৌন্দর্য কিসে, জানালেন জায়েদ নিপুণের আবেদনে পেছাল ভোটের তারিখ, অসন্তুষ্ট মিশা ফরজ গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে? ৫৬ সেকেন্ডের ভিডিও, কোন সম্পর্কের ইঙ্গিত দিলেন বুবলী-রাজ রোজা রাখলে পাবেন ৫ উপকার ‘রিয়াজ এখন নিপুণের চামচা হয়ে গেছে, এটা খুব কষ্টের’ মধ্যবর্তী নির্বাচন প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের বেশি কথা বললে সব রেকর্ড ফাঁস করে দেব: পররাষ্ট্রমন্ত্রী ‘খালেদা জিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা’ রিজভীর ভারতীয় চাদর ছুড়ে ফেলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের বুর্জ খলিফায় শাকিবের সিনেমার প্রচারে ব্যয় কত? বুবলী-পরীমনির দ্বন্দ্বের মাঝে অপু বিশ্বাসের রহস্যময় স্ট্যাটাস

আগামী অর্থবছরে চারটি বড় কাজ

  • Update Time : সোমবার, ২ জুন, ২০১৪
  • ৩৪৭ Time View

Economy-Swadeshnews24

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অর্থনীতির নিয়মিত কর্মকাণ্ডগুলো নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে৷ তাই চলতি অর্থবছরের প্রথম ছয়টি মাস বা ২০১৩ সালের জুলাই-ডিসেম্বর সময়কালটি ভালো যায়নি৷ চলেছে অস্থিতিশীলতার মধ্য দিয়ে৷

অবশ্য পরের মাসগুলোয় ধীরে ধীরে অনেক কিছু স্বাভাবিক ও স্থির হয়েছে৷ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে৷ বৈদেশিক মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা আছে, এর রিজার্ভও সুসংহত অবস্থায় রয়েছে৷ আমদানি বেড়েছে৷ প্রথম ১০ মাসে আমদানিতে ১১ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে৷ মূলধনী যন্ত্রপাতির আমদানি আগের বছরের তুলনায় বেড়েছে পাঁচ গুণ৷

আগামী ১ জুলাই থেকে শুরু হবে ২০১৪-১৫ অর্থবছর৷ আর এই বছরটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড যেন একটি স্থিতিশীলতার মধ্য দিয়ে পরিচালিত হতে পারে এবং ব্যবসা-বাণিজ্য যেন ভালোভাবে চলে, সরকারের জন্য সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)৷

এ জন্য বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে, যেন তারা বিনিয়োগ করে ব্যবসা-বাণিজ্যে গতি আনে৷ একই সঙ্গে জোর দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ড এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) মতো রাষ্ট্রের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সংস্কারকাজে, যেন সেগুলো ব্যবসা-সহায়ক হয়৷

তবে এখানেই থেমে যাওয়ার উপায় নেই৷ বাংলাদেশকে বৈশ্বিক বাজারে আরও সম্পৃক্ত হতে হবে এবং দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দিকে সমানভাবে মনোযোগ দিতে হবে৷ যেমন, শিগগিরই পদ্মা সেতু বাস্তবায়ন করা হবে৷ এ জন্য অবশ্য কেন্দ্রীয় ব্যাংককে বৈদেশিক মুদ্রা বিনিময় হার সতর্কতার সঙ্গে নজরদারিতে রাখতে হবে৷ যেন মুদ্রা বিনিময় হারের ওপর চাপ না পড়ে৷

অর্থাৎ, সিপিডি মনে করছে, আগামী অর্থবছর সরকারের সামনে এই চারটি বড় কাজ এসে দাঁড়িয়েছে৷ রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ২০১৩-১৪ অর্থবছরের অর্থনীতি পর্যালোচনা করতে গিয়ে এসব কথা বলেছে সিপিডি৷ এতে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন৷

সিপিডি জনপ্রশাসন আইন সংস্কারে একটি টাস্কফোর্স গঠন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অর্থ ব্যয়ের স্বাধীনতা দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং বড় প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে৷

রাজস্ব: সিপিডি মনে করে, চলতি অর্থবছরে রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায় কমেছে৷ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব আয়ে মাত্র ৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে৷ এ বছর ২৫ শতাংশ হারে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যমাত্রা ঠিক করা আছে৷ সংশোধিত সামগ্রিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা (এক লাখ ২৫ হাজার কোটি টাকা) অর্জন করতে হলে আগামী দুই মাসে আগের বছরের চেয়ে ৩৪ দশমিক ৪ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে৷

সিপিডির পর্যালোচনা হলো—ধাতব ট্যাংক, ড্রাম, ক্যান, ক্রেন, উড়োজাহাজ ইত্যাদির আমদানি বেড়েছে৷ এগুলোতে শূন্য বা সামান্য শুল্ক আরোপ করা আছে৷ কম শুল্ক হওয়ায় এখানে টাকা পাচারের সম্ভাবনা থাকে৷ টাকা পাচার রোধে এনবিআরের ট্রান্সফার প্রাইজিং সেলকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছে সিপিডি৷ বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে যে মূল্য দেখানো হয়, তা সব সময় সঠিক হয় না৷ কেননা, আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বাড়তি মূল্য দেখিয়ে কিছু অর্থ বাইরে পাঠিয়ে দেয়৷ এটা রোধ করতে এই সেল গঠন করা হয়েছে৷

উন্নয়ন ব্যয় ও বিদেশি সহায়তা: সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে বড় প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দিয়েছে সিপিডি৷ সংস্থাটি বলছে, উন্নয়নের জন্য বড় বিনিয়োগ সাশ্রয়ীভাবে করতে না পারলে ব্যয় বাড়বে৷ এতে ব্যক্তি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে৷

আবার বিদেশি সহায়তায় অনুদানের চেয়ে ঋণের পরিমাণ বাড়ছে৷ এতে বৈদেশিক সহায়তা পরিষেবায় চাপ বাড়ছে৷

প্রসঙ্গত, চলতি অর্থবছরের এডিপিতে মাত্র ৭৯৯ কোটি টাকা অনুদান হিসেবে রয়েছে৷ এটি মোট বিদেশি সহায়তার ১২ শতাংশ৷ আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) দশমিক ৭ শতাংশ৷

মোস্তাফিজুর রহমান বলেন, বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা সরকারকে অর্জন করতে হবে৷ আগামী ১০ বছরে অবকাঠামো বিনিয়োগের জন্য ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলার (৮ থেকে ১০ হাজার কোটি ডলার) লাগবে৷ প্রতিবছর ১০ বিলিয়ন ডলার বা এক হাজার কোটি ডলার অবকাঠামো খাতে বিনিয়োগ করা প্রয়োজন৷ এ অবস্থায় পাইপলাইনে এক হাজার ৯০০ কোটি ডলার বিদেশি সহায়তা পড়ে থাকা দুঃখজনক৷ উল্লেখ্য, এই অঙ্ক বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের খুব কাছাকাছি৷

রেমিট্যান্স: এ বছর প্রবাসী-আয় আসার পরিমাণও বেশ কমেছে৷ চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৮ শতাংশ কম রেমিট্যান্স এসেছে৷ একই সময়কালে রেমিট্যান্স বেশি আসে মধ্যপ্রাচ্যের এমন ছয়টি দেশ থেকে এবার এই আয় কমেছে ১৬ দশমিক ২ শতাংশ৷

কারণ হিসেবে সিপিডি বলছে, ২০১২ সালে যেখানে প্রতি মাসে দেশ থেকে গড়ে ৫৭ হাজার মানুষ বিদেশে কাজের খোঁজে যেত, সেখানে এ বছর তা নেমে এসেছে ৩৩ হাজারে৷ 

বিদ্যুৎ খাত: সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাত নিয়ে বিস্তারিত আলোকপাত করে সিপিডি বলেছে, দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১০ হাজার মেগাওয়াটের বেশি হলেও প্রকৃত উৎপাদন এর চেয়ে তিন হাজার মেগাওয়াট কম৷ ২০০৯ সালে সক্ষমতা-উৎপাদনের এই ঘাটতি ছিল এক হাজার মেগাওয়াট৷

মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুৎ অবশ্যই উৎপাদন করতে হবে৷ তবে সেটা যদি সাশ্রয়ী না হয় তাহলে তা উৎপাদনশীল খাতগুলোকে আক্রান্ত করে৷ এটা পণ্যমূল্যকে প্রভাবিত করে, দাম বেড়ে যায়৷ চূড়ান্তভাবে এর প্রভাব গিয়ে পড়ে ভোক্তার ওপর৷ তিনি আরও বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপন ব্যয় আগেই উঠে গেছে৷ তাদের এখন কম দামে বিদ্যুৎ সরবরাহ করার কথা৷ কিন্তু তারা আগের মতোই বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করছে৷ এসব বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আবার বাড়ানো হয়েছে ২০১৮ সাল পর্যন্ত৷ ফলে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ আরও বিলম্বিত হলো৷

রপ্তানি: রানা প্লাজার ঘটনার পরও পোশাক খাতের রপ্তানি ভালো হয়েছে৷ এ খাতের জন্য সরকার কর সুবিধাও দিয়েছে৷ এই প্রণোদনা ঠিক আছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, এর মাধ্যমে শ্রমিক অধিকার রক্ষা হচ্ছে কি না, শ্রমিকেরা ন্যূনতম মজুরি পাচ্ছেন কি না, সেদিকে নজর দিতে হবে৷ বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ঠিকা কাজ করার (সাব-কন্ট্রাক্টিং কারখানা) মাধ্যমে দেশের পোশাক খাত এত দূর এসেছে৷ তাই তাদের যেন কিছু সহায়তা দিয়ে মূলধারায় আনা যায়, সেই চেষ্টা করতে হবে৷

চলতি অর্থবছরে বিভিন্ন খাতের রপ্তানি যেখানে কমেছে, সেখানে পোশাক খাতের বাইরে সবচেয়ে ভালো অবস্থানে আছে চামড়া ও পাদুকাশিল্প৷ এখন পর্যন্ত চামড়া খাতে ৩৩ দশমিক ৯ শতাংশ এবং পাদুকা খাতে ৩০ শতাংশের বেশি রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে৷

মোস্তাফিজুর রহমান বলেন, চামড়া ও পাদুকাশিল্প খাত দেশের ‘দ্বিতীয় পোশাক খাত’ হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে৷ এসব পণ্যের চাহিদা দেশে ভালো, বিশ্ববাজার বড়, দেশে মূল্য সংযোজনও বেশি হয়৷ এসব সম্ভাবনা কাজে লাগাতে হবে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com