দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সুষ্ঠু বিকাশে আইসিটি নীতিমালা, আইসিটি আইন, তথ্য নিরাপত্তা গাইডলাইন, তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, "আইটি সেক্টরের উন্নয়নে নিরলস কাজ করছে সরকার। ২০১০ সালে টেলিযোগাযোগ আইনকে সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। এই সেবাকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করা হয়েছে।"
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "ডিটিজাল বাংলাদেশ গড়ার দৃপ্ত পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে এই অগ্রযাত্রাকে আরো বেগবান করতে হবে।"
প্রধানমন্ত্রী বলেন, "বর্তমানে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করা হয়েছে। গ্রামের জনগোষ্ঠীও মোবাইল ফোনেও তথ্যপ্রযুক্তি সেবা নিতে পারছে।"
"নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগের উদ্যোগ নিয়েছি। ৬টি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল লাইসেন্স দেয়া হয়েছে। এতে ব্যান্ডউইথড এর দাম কমেছে" উল্লেখ করেন তিনি।