বিরোধপূর্ণ পূর্ব চীন সাগরে চীনা জাহাজ

seachina-swadeshnews24পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় শুক্রবার চীনের দুটি জাহাজ ঢুকে পড়ে। জি-৭ ভুক্ত দেশের নেতৃবৃন্দ আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে ‘ভয় প্রদর্শন’ না করার ব্যাপারে সতর্ক করার পর এ ঘটনা ঘটল। এএফপি।

জাপানী কোস্টগার্ড জানায়, গ্রিনিচ মান সময় ০১০০টায় চীনের দুটি জাহাজ সেনকাকু দ্বীপপুঞ্জের একটি দ্বীপের বিরোধপূর্ণ জলসীমার ১২ ন্যটিক্যাল-মাইল ভেতরে ঢুকে পড়ে।

চীন দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে আসছে। চীনে দ্বীপপুঞ্জটি দিয়াওইয়ুস নামে পরিচিত।

কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, ‘দুটি জাহাজকে প্রাথমিকভাবে উওৎসুরিজিমা থেকে ২৭ কিলোমিটার পশ্চিমে দেখা গেছে। তবে পরে তারা জাপানী জলসীমায় ঢুকে পড়েছে।’

ব্রাসেলসে সাত জাতির সংস্থার বৈঠকের পর চীনের জাহাজ বিরোধপূর্ণ জলসীমায় প্রবেশ করল। বৈঠকে জি-৭ ভুক্ত দেশগুলো পূর্ব ও দক্ষিণ চীন সাগরে যে কোন ধরনের শক্তি প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছে।

জি৭ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানায়, ‘আমরা পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চলমান উত্তেজনার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *