যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ভোটের রাজনীতির জন্য সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করা যাবে না। মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে মহাসড়কে ইজিবাইক, নছিমন, করিমনের মতো অবৈধ যান চলাচল করতে দেয়া হবে না।”
শুক্রবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শণে এসে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “দেশে ইজিবাইক, নছিমন, করিমনের যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। সেই সাথে দেশে এসব যান তৈরির কারখানা বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই এ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। ইতোমধ্যে ৯৫ ভাগ এলাকায় মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। অধিকাংশ ব্রিজের কাজ শেষ হয়েছে। আগামী বছরের মে-জুনের মধ্যে কুমিল্লা ও ফেনী ওভারপাসের কাজ শেষ হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া,চারলেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, প্রকল্প ম্যানেজার প্রকৌশলী মাসুম সারওয়ারসহ আরো অনেকে।