কষ্ট করে জিততে হলো ব্রাজিলকে

c0f23c995fcf05808f86e365bbdab583-Brazil_Imageয়েই মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু তার পরও সার্বিয়ার বিপক্ষে জয় পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে ফ্রেডের একমাত্র গোলে ব্রাজিল জিতেছে ১-০ গোলে। পুরো ম্যাচে বেশির ভাগ সময় ব্রাজিলের কাছেই ছিল বলের দখল। জয়ের ব্যবধান বাড়ানোরও বেশ কিছু সুযোগ পেয়েছিল সেলেসাওরা। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ফেলিপে স্কলারির শিষ্যদের। প্রথমার্ধে খুব বেশি নজরকাড়া ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। বরং নয় মিনিটের মাথায় সার্বিয়াই পেয়েছিল গোলের সুযোগ। সার্বিয়ান ডিফেন্ডার আলেক্সান্ডার কোলারোভের শট চলে গিয়েছিল গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। সার্বিয়ার আঁটসাঁট রক্ষণের মধ্যেও দুইট গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার ও দানি আলভেজ। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি ব্রাজিলের এই দুই তারকা। দ্বিতীয়ার্ধে, ৫৮ মিনিটের মাথায় থিয়াগো সিলভার পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে অবশ্য কোনো ভুল করেননি ফ্রেড। গত বছরের কনফেডারেশনস কাপের পর জাতীয় দলের জার্সি গায়ে এটাই ছিল ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের প্রথম গোল। ৭৩ মিনিটে সার্বিয়ার জালে আরও একবার বল জড়িয়েছিলেন হাল্ক। কিন্তু রেফারির অফসাইডের সংকেতে বাতিল হয়ে যায় গোলটি। খেলার শেষ পর্যায়ে নেইমারের বদলি হিসেবে নামা জোর একটি শটও ফিরে এসেছে গোলপোস্টে লেগে।

সার্বিয়ার বিপক্ষে খেলা এই দলটি নিয়েই হয়তো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তার আগের প্রস্তুতি ম্যাচটা ব্রাজিল সমর্থকদের খুব বেশি সন্তুষ্ট করতে না পারলেও বিশ্বকাপে ভুলত্রুটি শুধরেই মাঠে নামতে পারবেন বলে আশাবাদী ব্রাজিল মাঝ মাঠের অন্যতম প্রধান ভরসা অস্কার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচটা কঠিন ছিল। সার্বিয়া খুব ভালোভাবেই রক্ষণভাগটা সামলেছে। আমরাও আরও অনুশীলন করব। ধীরে ধীরে আমাদের উন্নতিও হচ্ছে। আশা করছি ক্রোয়েশিয়ার বিপক্ষে আমরা ভালোই খেলব। আজ প্রথমার্ধে কেউ কেউ ভুল পাস দিয়েছে। তারা সাধারণত এমনটা করে না। কিন্তু আমি নিশ্চিত যে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সবকিছু ভালোভাবেই হবে।’—রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *