কঙ্গোর পূর্বাঞ্চলীয় সাউথ কিবুতে গরু নিয়ে সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। রয়টার্স।
রয়টার্সের প্রতিনিধি ঘটনাস্থলে ৩৭টি লাশ পড়ে থাকতে দেখেছেন বলে জানান।
এদিকে আঞ্চলিক গভর্নরের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে গুলি, ছুরিকাঘাত এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর এতে হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়।
তবে অনেকে এই সংঘর্ষের জন্য দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বুরুনদী‘স ন্যাশনাল লিবারেশন ফোর্সেস (এফএনএল)-কে দায়ী করছেন।