শ্রীলংকার জলসীমায় ৭৩ ভারতীয় জেলে আটক

jele-swadeshnews24অবৈধভাবে শ্রীলংকার জলসীমায় প্রবেশ করে মাছ ধরার কারণে ৭৩ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলংকার নৌবাহিনী। দীর্ঘদিন ধরে প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে চলমান তীব্র উত্তেজনা চলার মাঝেই এ ঘটনা ঘটলো।

শ্রীলংকার নৌবাহিনী বলেছে, তারা রোববার শ্রীলংকার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্য ৭৩ জেলেসহ ১৬টি ভারতীয় ট্রলার আটক করেছে।

নৌবাহিনী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃত জেলেদের পরবর্তী পদক্ষেপের জন্য মৎস্য বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত সপ্তাহে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকসে এ নিয়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে শ্রীলংকার উত্তর জলসীমা থেকে অবৈধ মাছ শিকারের অভিযোগে গ্রেফতারকৃত ২৯ ভারতীয় জেলেকে মুক্তির নির্দেশ দেন।

গত মাসে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককালেও রাজাপাকসে অবৈধ মাছ শিকারের বিষয়টি উত্থাপন করেন।

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য বার বার শ্রীলংকার নৌবাহিনীর বিরুদ্ধে তাদের জেলেদের হয়রানির অভিযোগ করে দিল্লীকে কলম্বোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

শ্রীলংকা এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভারতীয় জেলেরা প্রায়ই তাদের জলসীমায় ঢুকে পড়ে স্থানীয় জেলেদের জীবিকা থেকে বঞ্চিত করে।

মোদি-রাজাপাকসে বৈঠককালে উভয়ে অবৈধ মাছ শিকার সংক্রান্ত সমস্যা সমাধানে একটি আনুষ্ঠানিক আলোচনা অব্যাহত রাখতে সম্মত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *