মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ধানবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে তিন শ্রমিক নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছামিদুল (৩০), ছয়েরা মিয়া (৩৮) ও খলিল মিয়া (৫৫)।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান জানান, সোমবার ভোরে ভাড়া করা একটি ট্রাকে একদল কৃষি শ্রমিক পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। ভোর পাঁচটার দিকে ধানবোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।