পাউলো বেনতোর মনে খুশি টগবগ করার কথা। কারণ তার দলের সেরা অস্ত্রটা যে দিন দিন শানিত হয়ে উঠছে! বলা হচ্ছে রোনালদোর কথা। পায়ের নানা জায়গায় নানা সময়ে ইনজুরিতে ভোগা এই পর্তুগিজ তারকা ক্রমেই খেলার মতো ফিট হয়ে উঠছেন বলে জানিয়েছেন তারই কোচ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে রোনালদো খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
পর্তুগাল কোচ পাউলো বেনতো সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানান, দলের চিকিৎসকেরা রোনালদোর ইনজুরি থেকে সেরে উঠার গতিতে সন্তুষ্ট। বিশ্বকাপের আগে পর্তুগালবাসীর সাথে বিশ্বজুড়ে থাকা পর্তুগিজ সমর্থকরাও চাইছিলেন রোনালদো যাতে দ্রুতই সুস্থ হয়ে উঠেন।
রোনালদো সুস্থ হয়ে উঠছেন, এখনো পুরো সুস্থ হননি। ফলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে তিনি খেলবেন কিন তা এখনো নিশ্চিত করতে পারেনি পর্তুগাল। তার সাথে রাউল মেইরিলস ও পেপের খেলা নিয়েও আছে সন্দেহ।
বেনতো বলেন, “দলের চিকিৎসকদের প্রতি পূর্ণ আস্থা আছে। রোনালদোর সেরে উঠার গতিতে আমরা খুশি। দলের খেলোয়াড়দের সুস্থতার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। এই একটা বিষয়ে সব সময় ছাড় দিতে হয়।”