গজারিয়ায় গার্মেন্ট পল্লী নির্মাণে এমওইউ সই

ঢাকা: বাংলাদেশের গজারিয়ায় গার্মেন্ট পল্লী স্থাপনে বাংলাদেশ পোশাক প্রস্তত রফতানিকারক সমিতি (বিজিএমইএ) চীনের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। 

মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশ সময় সকাল ১০টায় এ সমঝোতা স্মারক সই হয়। 

এমওইউ’র আওতায় ওরিয়ন হোল্ডিং কোম্পানি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় একটি গার্মেন্ট পল্লী নির্মাণ করবে। এতে ব্যয় হবে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এবং ওরিয়ন হোল্ডিং কোম্পানীর নির্বাহী কর্মকর্তা ট্যাং ঝিয়াওজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এমওইউ’তে সই করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে রয়েছেন। বুধবার(১১জুন) তার দেশে ফেরার কথা রয়েছে। garments_544112584 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *