ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে ব্রিটিশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ই-কমার্সের প্রফেসর ফার্মার সৌজন্য সাক্ষাত্ করেছেন। গতকাল ভিসির কার্যালয়ে এ সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ই-কমার্সের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন তারা। বিজ্ঞপ্তি।