আগামী ৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে ৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান দলের প্রতীক ‘লাঙ্গল’, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার দলের প্রতীক ‘গামছা’, স্বতন্ত্র প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক এমপি এস এম আকরাম ‘আনারস’ ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ পেয়েছেন ‘চিংড়ি মাছ’ প্রতীক।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উপনির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ প্রতীক বরাদ্দ করেন।
এদিকে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ইকবাল সিদ্দিকী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।