আলোকিত মানুষ হওয়ার জন্য বই পড়ার কোন বিকল্প নেই- জেলা প্রশাসক, এহছানে এলাহী

DC-Gai-Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা)থেকেঃ শুধু জিপিএ-৫ পেলেই চলবে না। প্রকৃত শিক্ষা অর্জন করার জন্য ক্লাসের বইয়ের বাইরেও অন্যান্য বই পড়তে হবে। আলোকিত মানুষ হওয়ার জন্য বই পড়ার কোন বিকল্প নেই। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ চত্বরে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, প্রত্যেক মানুষকে এলাকার স্বার্থে নিজেদের দেশ ও জাতির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান রাখা দরকার। কিন্তু বই না পড়লে, বইয়ের সাথে যোগাযোগ না থাকলে সেই জ্ঞান অর্জিত হবে না। আর জ্ঞান ছাড়া আলোকিত মানুষ হওয়াও যাবে না। অত্র স্কুল এন্ড কলেজের সভাপতি গোলাম মোস্তফা মন্ডল-এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মাহাবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ গোপাল চন্দ্র চক্রবর্তী, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, সাংবাদিক নুরুজ্জামান প্রধান ও মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল মিত্র প্রমুখ। শেষে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষরোপন করেন। পরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *