ফেনীতে পাঁচ যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত

Feni_758539195ফেনী শহরের পেট্টোবাংলায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে পাঁচ যুবলীগ কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষরা। 

শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল আলম ও যুবলীগ নেতা সাহেদ মামুনের মধ্যে দলীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। একের পর এক হামলা-পাল্টা হামলাও ঘটেছে। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পেট্টোবাংলা শ্বশানের সামনে মামুন গ্রুপের সমর্থক রাশেদ (২২) ও দেলোয়ারসহ (২৪) পাঁচ যুবলীগ কর্মীর ওপর হামলা চালায় জিয়াউল গ্রুপের সমর্থক জনি ও তার সহযোগিরা। 

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেলোয়ারসহ অপর আহতদের সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাশেদ ও দেলোয়ার শহরের বারাহিপুর এলাকার বাসিন্দা। 

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আবুল কালম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *