বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুক, জনগণ নয়। প্রহসনের নির্বাচন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা।”
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “জনগণের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ’৮৬ ও ’৮৮ নির্বাচন দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকতে পারেননি। তাকে গণঅভ্যুত্থানে বিদায় নিতে হয়েছে। একই পথে হাঁটছেন হাসিনাও। তারও বিদায় ঘণ্টা বেজে উঠেছে।”
সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, “মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়া স্বর্ণের জায়গায় পিতল দেয়া হয়েছে, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”
তিনি বলেন, “অবৈধ সরকার বাজেট দেওয়ার ক্ষমতা রাখে না। হল-মার্ক কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় ব্যাংকের টাকা হরিলুটকারীদের শাস্তি না দিয়ে বাজেটে তাদের পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে, যা দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।”
বর্তমান সরকারকে ফ্যাসিস্ট সরকারের সাথে তুলনা করে সরকারের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা কমিটির সহ-সভাপতি শাহেদ কামাল ডালিম চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, এডভোকেট আব্দুল হালিম, পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, নূর করিম, অধ্যক্ষ নূরুল ইসলাম, আইনুল হক মাস্টার, ফোরাতুন নেহার, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও আব্দুল হামিদ।