মোদির কাছে আমিরের প্রত্যাশা

amirkhan_modi_swadeshnews24ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনেক প্রত্যাশা রয়েছে বলে উল্লেখ করেছেন বলিউড পারফেক্টশনিস্ট আমির খান। নিজেকে প্রমাণ করতে জনগণের কল্যানে প্রধানমন্ত্রীকে আরো বেশি সময় দেয়া উচিত বলেও মনে করেন তিনি।

সোমবার ভারতের একটি মেগা স্টার হোটেলে আমির খান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “মোদিকে জয়ের জন্য দেশের দুই তৃতীয়াংশ জনসংখ্যা ভোট দিয়েছেন। মোদী সাহেব বিশেষ করে দরিদ্র মানুষের কথা বলতেন। তাদের জীবনে সুখ এনে দিবেন বলেছেন। প্রধানমন্ত্রীর এ লক্ষ্য অর্জনে আমাদেরকেও সহায়তা করতে হবে।”

নিজের প্রত্যাশা ব্যক্ত করে আমির খান আরো বলেন, “মোদি সাহেবের কাছে প্রত্যাশা, তার সরকার শুরুতেই ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ কাউন্সেলিং চালু করবেন। যা চিকিৎসা, আইনি ও পুলিশ উপদেশ এবং ধর্ষণের শিকারদের সাহায্যসহ সব ধরনের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করবে।”

আমির খান দুঃখ প্রকাশ করে দুজন মন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড় ও  রামশেভাক পাইকরার ধর্ষণের উপর যে বিবৃতির দিয়েছেন, এজন্য তাদেরকে তীব্র সমালোচনার আওতায় আসতে হবে।

তিনি আরো বলেন, “রাজনীতিকদের উচিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া । বিশেষ করে ধর্ষণের শিকার নারীদের পাশে দাড়ানো।”

এদেশে ধর্ষণের ব্যাপারে দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *