নাইজেরিয়ায় একটি কেন্দ্রে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার সময় বোমা বিস্ফোরণে কমপেক্ষ ২১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর দামাতুরুতে গতকাল দিবাগত রাতে ব্রাজিল-মেক্সিকোর মধ্যকার ম্যাচটি দেখার সময় বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে একটি হাসপাতাল সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
দ্য সানি আবাচা স্পেশালিস্ট হাসপাতালের ওই সূত্র জানায়, বোমা বিস্ফোরণের ওই ঘটনায় তারা ২১ জনের লাশ গ্রহণ করেছেন ও ২৭ আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করিয়েছেন।
যে জায়গাটিতে ব্রাজিল-মেক্সিকোর ম্যাচটি দেখানো হচ্ছিল তার বাইরে মোটরচালিত একটি রিকশায় সম্ভবত বোমাটি লুকিয়ে রাখা ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।