জিনজিয়ানে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

image_96467_0চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসিত প্রদেশ জিনজিয়ানের উইঘুর অধ্যুষিত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হওয়ার পর ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সিনহুয়া।
 মৃত্যুদণ্ডের সাজাভোগকারী দলটির সদস্যেরা খুন, অগ্নিসংযোগ, চুরি এবং অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি তৈরির সঙ্গে জড়িত ছিল বলে প্রমাণ পেয়েছিল প্রশাসন। জিনজিয়ান প্রদেশের আকসু, তুরপান ও হতান অঞ্চলের আদালত সোমবার দোষী সাব্যস্তদের বিরুদ্ধে এ রায় প্রদান করে।
জিনজিয়ান প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত ছাড়াও এবং বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিসাধনের ঘটনায় দলটির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *