মাইলির অর্ধনগ্ন সেলফি

28456_e6সব সময়ই নতুন নতুন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন বিশ্বনন্দিত পপতারকা মাইলি সাইরাস। তবে মধ্যে খানিক অসুস্থ থাকার কারণে সব জায়গাতেই তার উপস্থিতি ছিল বেশ কম। অসুস্থতার কারণে সাময়িকভাবে নিজের কনসার্টও বাতিল করেছিলেন তিনি। তবে সেই ওয়ার্ল্ড ট্যুর আগামী মাস থেকেই শুরু করতে যাচ্ছেন তিনি। আর তার প্রস্তুতি নিয়েই বর্তমানে ব্যস্ত মাইলি। তবে তার ফাঁকেই সম্প্রতি আবারও একটি কাণ্ড ঘটিয়ে তুমুল আলোচনায় চলে আসলেন তিনি। নিজের অর্ধনগ্ন কয়েকটি সেলফি পোস্ট করেছেন নিজের টুইটারে। এসব ছবি পোস্ট করা 
মাত্রই ঝড়ের গতিতে লাইক-কমেন্ট পড়তে থাকে। ছবিগুলোর মধ্যে একেবারেই স্বল্প পোশাকে অর্ধনগ্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন। এর মধ্যে একটি ছবিতে টপলেস পোশাক পরে নিজের জিভ বের করে একটি দুষ্টুমির পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবি হলো তার স্নানের দৃশ্য। স্নান দৃশ্যের এ ছবিতে তিনি পরেছিলেন একটি বিকিনি। বিকিনি পরলেও শরীরের পুরোটাই বোঝা যাচ্ছিল এই ছবির মধ্য দিয়ে। এর বাইরে অন্য একটি ছবিতে কেবল তোয়ালে পরে অনেকটা নগ্নভাবে নিজের ছবিটি তুলেছেন মিলি। মিলি সাইরাসের আগে এভাবে নিজের নগ্ন ছবি পোস্ট করে আলোচনায় আসেন সংগীত তারকা রিহানা। 
মাঝে মধ্যেই রিহানা নিজের নগ্ন ও অর্ধনগ্ন ছবি পোস্ট করে থাকেন টুইটারে। মূলত সেই ছবিগুলোর বদৌলতে ইন্টারনেটের সবচেয়ে আবেদনময়ী সংগীত তারকার তকমাও পেয়ে গেছেন রিহানা। তারই ধারাবাহিকতায় নিজের এসব অর্ধনগ্ন ছবি মাইলি পোস্ট করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার এসব বিতর্কিত সেলফি নিয়ে আলোচনা-সমালোচনা চললেও সেদিকে পাত্তা দিচ্ছেন না মাইলি। বরং নিজের আসছে ওয়ার্ল্ড ট্যুরের প্রস্তুতি নিয়েই ব্যস্ত তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *