ফ্রান্স ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম দাবি করেছেন, তাদের প্রশিক্ষণ শিবিরের উপর ড্রোন দিয়ে গোয়েন্দাগিরি করছে কেউ! এই সপ্তাহের শুরুতে ফরাসি ফুটবল দলের ঘাঁটি রিবেইরাও প্রেতোর উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা গেছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে ফরাসি কোচ বলেছেন, ফিফা বিষয়টি তদন্ত করে দেখছে। এই ঘটনায় খেলোয়াড়রা হতবুদ্ধি হয়ে গেছেন। ফ্রান্স দল এবার বোটাফাগোর সান্তাক্রুজ স্টেডিয়ামে অনুশীলন করেছে। খেলোয়াড়দেরকেও বিষয়টি সংক্ষিপ্তাকারে জানানো হয়েছে। ফরাসি কোচ যেই ড্রোনের কথা বলেছেন, তা হচ্ছে ক্যামেরাযুক্ত মানুষবিহীন একটি এয়ারক্র্যাফট। রোববার হন্ডুরাসের মুখোমুখি হয় ফ্রান্স। এই ঘটনায় দেশম ফিফার কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি চিন্তিত এই ভেবে যে, খেলা নিয়ে তার কৌশল ও পরিকল্পনা হয়তো কেউ উদ্ঘাটন করার জন্যই এই কাজ করেছে। তিনি বলেন, ড্রোন বহুবার ব্যবহার করা হয়েছে। এটি আমার দেখার বিষয় নয়। ফিফা বিষয়টি দেখছে ও এটি তদন্ত পরিচালনা করবে। আমরা আমাদের গোপনীয়তায় অবাঞ্ছিত কারও প্রবেশ দেখতে চাই না। কিন্তু এখন এটা নিয়ে লড়াই করাও কঠিন। এদিকে এক হন্ডুরাস প্রতিবেদক বলেছেন, তার দল এমন কিছু করেনি। ফিফা বলেছে, তদন্ত একটু ভিন্নভাবে কৌশল খাটিয়ে করা হবে।