বুলগেরিয়ায় বন্যায় ১০ জনের মৃত্যু

শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কৃষ্ণসাগর তীরবর্তী পূর্বাঞ্চলীয় বন্দর শহর ভার্না এক মিটার উচ্চতার (৩ দশমিক ২ ফুট) বন্যার পানিতে তলিয়ে গেছে।

বন্যার পানির প্রবল তোড়ে অনেক গাড়ি ভেসে যায়। গাড়ির ভিতরে আটকা পড়া অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। শহরটির শত শত মানুষ বিদ্যুৎ ও খাদ্যবিহীন অবস্থায় রয়েছেন।

সম্প্রতি কয়েক দিন ধরে বুলগেরিয়ার কয়েকটি অংশে শিলাঝড় ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। আবহওয়ার এই বিরূপ পরিস্থিতি আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় ভার্না ও বুরগাস অঞ্চলে একমাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

ভার্নার মেয়র ইভান পোর্টনিহ্ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “অপ্রত্যাশিত বিপর্যয়। আমি আসপ্রুহোভো শহরতলীর এক রাস্তায় আছি। রাস্তাটি এখানে আর নেই, বাড়িগুলোও আর এখানে নেই, গাড়িগুলো একটার ওপর আরেকটা উঠে আছে।”

পুলিশ জানিয়েছে, দমকল কর্মীরা মধ্যাঞ্চলীয় শহর কিলিফারিভো এর একটি বাড়ির ছাদ থেকে ১১ জনকে উদ্ধার করেছে।

গত মাসে বুলগেরিয়ার নিকটবর্তী বসনিয়া ও সার্বিয়া স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *