অনলাইনে ব্যবহূত পণ্যের কেনা-বেচার প্ল্যাটফর্ম বিক্রয় ডটকম দুই বছর পার করেছে। এ উপলক্ষে বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন জানিয়েছেন, অনেকেই মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের কেনা-বেচার অনলাইনকেই বেছে নিচ্ছেন। এখন বাজারে যাওয়ার আগে অনলাইনে তথ্য জেনে তারপর কোনো পণ্য কিনতে যাচ্ছেন। অনলাইন মার্কেটপ্লেসে ব্যবহূত পণ্যের বিজ্ঞাপন থাকায় পণ্যের দাম সম্পর্কে ধারণাও তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে বিক্রয় ডটকম মানুষকে অনলাইনমুখী করতে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।বিক্রয় ডটকমে প্রকাশিত বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মধ্যে মোবাইল ফোনের বিজ্ঞাপন এসেছে সবচেয়ে বেশিশীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম যাত্রা শুরুর দুই বছরের মধ্যে ৩২ লাখেরও বেশি ক্লাসিফায়েড বিজ্ঞাপন প্রকাশ করার দাবি করেছে। বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, সাইটটিতে এক বছর আগে প্রতিদিন তিন হাজার ক্ল্যাসিফাইড বিজ্ঞাপন প্রকাশিত হলেও বর্তমানে প্রতিদিন নয় হাজার বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে।
বিক্রয় ডটকমের কর্তৃপক্ষ দাবি করেছে, অনলাইন মার্কেটপ্লেসে ব্যবহূত পণ্যের বিজ্ঞাপন বাড়ছে। ২০১২ সালে বিক্রয় যাত্রা শুরু করার সময় প্রথম তিন মাসে ২৬ হাজার বিজ্ঞাপন প্রকাশ করেছিল। ২০১৪ সালের মার্চ থেকে মে পর্যন্ত বিজ্ঞাপন বেড়ে আট লাখ ২৭ হাজার পর্যন্ত পৌঁছেছে।
বিক্রয় ডটকমের তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ চারটি বিভাগীয় শহরের মধ্যে ২০১৪ সালে ঢাকা থেকে এসেছে বিজ্ঞাপনের ৭৯ শতাংশ; অন্যদিকে চট্টগ্রাম, সিলেট ও খুলনায় এ হার হচ্ছে যথাক্রমে ১৩, ৬ ও ২ শতাংশ।
কেনাবেচার জন্য মার্কেটপ্লেসের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলো হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপ, প্রপার্টিস, প্রাইভেট কার ও যানবাহন। এ বছরের ছয় মাসের তথ্য অনুযায়ী, অনলাইন মার্কেটপ্লেসে প্রায় ছয় লাখ মোবাইল ফোন এবং এক লাখের বেশি প্রাইভেট কার ও যানবাহনের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এ ছাড়া সোফা, পোশাক, ক্রিকেট সরঞ্জাম, পাখি, চাকরি ও সেবার বিজ্ঞাপনও বাড়ছে।