২০০৮ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ গানের প্রতিযোগিতার বিজয়ী ঝিলিকের দুটি একক এলবাম বাজারে এসেছে। একটির নাম ‘আমার কি দোষ’ (২০০৯) অন্যটির নাম হচ্ছে ‘ঝিলিক’ (২০১২)। ২য় এলবামের গান নিয়ে নতুন মিউজিক ভিডিও তৈরীর পরিকল্পনা করেছেন ঝিলিক। আগামী রোজা ঈদে এটি প্রকাশ করা হবে। গানটির শিরোনাম হচ্ছে ‘তারই কথা’। গানটির কথা লিখেছেন মিথিলা ইবরার, সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। কয়েকদিন পরেই এর চিত্রায়ন হবে। এ প্রসঙ্গে ঝিলিক বলেন গত বছরে আমার ২য় একক এলবামের ‘নীল আকাশ’ গানের মিউজিক ভিডিও নিয়ে সাড়া পেয়েছিলাম। তাই আরেকটি গানের ভিডিও তৈরীর উদ্যোগ নিয়েছি।