সরকারের শেষ সময়ে সংলাপ হবে বলে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে দেয়া রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে তিনি জনগণের আস্থা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, আমরা মনে করেছিলাম রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকবেন। কিন্তু তিনি এমন বক্তব্যের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এ সময় রাষ্ট্রপতি জাতির সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।