খুলনায় নগরের দৌলতপুর এলাকায় কলেজ ছাত্র রুবেল মোল্লাকে (২২) হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, ছোটবোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রুবেলকে ছুরিকাঘাতে খুন করা হয়।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার বাসিন্দা মোল্লা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রুবেল সরকারি বিএল কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।
নগরীর আড়ংঘাটা থানার ওসি আবু মুছা খন্দকার ও দৌলতপুর থানার ওসি মো. গোলাম রসুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন রুবেল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার একটি বাড়ির সামনে তাকে জোর করে নিয়ে যায়।
ওই বাড়ির সামনের রাস্তার ওপর দুর্বৃত্তরা তাকে মারধর ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় গুরুতর আহত রুবেল মোবাইল ফোনে খবর দিলে তার বড় ভাই এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
ওসি আবু মুছা খন্দকার জানান, রুবেলের ছোটবোনকে এলাকার কিছু যুবক উত্ত্যক্ত করেছিল। রুবেল এ ঘটনায় তাদের প্রতিবাদ করেছিল।
ওসির ধারণা, ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় যে বিরোধ তৈরি হয়েছে তারই জের ধরে দুর্বৃত্তরা রুবেলকে হত্যা করে পালিয়ে যায়।