পলাশবাড়িতে ট্রাক্টরের ধাক্কায় টেম্পুযাত্রীর মৃত্যু

Nihoto Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় জকুর আলী (৭০) নামে এক টেম্পুযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে সরকারী কেন্দ্রীয় কবরস্থানের সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। জফুর আলী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রামেস্বর গ্রামের ইজার উদ্দিনের পুত্র। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পলাশবাড়ী থেকে ঘোড়াঘাটগামী একটি টেম্পুর সাথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর বালু আনলোড করছিল তখনই বিপরীত দিকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে টেম্পুটি ট্রাক্টরের পিছনে বেজে দিলে ঘটনাস্থলেই জফুর আলী নিহত হয়। এ সময় চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। তবে তাদের নাম জানা যায়নি। নিহতের পরিবার নিকট থেকে জানা যায়, জফুর আলী শ্বাসকষ্টজনিত রোগে ভূগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য তিনি রংপুর গিয়েছিলেন। রাতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। থানা অফিসার ইনচার্জ গোপাল চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি সংযুক্ত

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *