গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় শিশু নিহত ॥ মহাসড়ক অবরোধ

shishu nihotoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মুহিন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মুহিন পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াআটা গ্রামের শিপন মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানা যায়, মুহিন এক আত্মীয়ের সঙ্গে পার্শ¦বর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকেলে মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে বগুড়াগামী একটি প্রাক মুহিনকে চাপা দিয়ে চম্পট দেয়। এতে ঘটনাস্থলেই মুহিনের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মোবাশ্বের হোসেন দুর্ঘটনার খবরটি জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *