টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার, উদ্ভাবনী সরকার’ এ প্রতিপাদ্যে রামুতে উদযাপন করা হয়েছে পাবলিক সার্ভিস ডে-২০১৪ইং।
সোমবার (২৩ জুন) রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন।
ই্উএনও মোঃ মাসুদ হোসেন বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারী সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষ ঘরে বসে সরকারী দফতরের বিভিন্ন তথ্য জানতে পারবে। সাধারণ মানুষের সুবিধার্থে তথ্য অধিকার আইন পাশ করেছে সরকার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় ওয়েভপোর্টাল চালু করেছে। ২৩ জুন সাড়ে বারটায় প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জাতীয় তথ্য বাতায়ন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি বলেন, রামুর এগার ইউনিয়নের জনগন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা পাচ্ছে। শীঘ্রই উপজেলায় ফ্রন্ট ডেস্ক সেবা কার্যকর করা হবে। সকল দফতরকে ডিজিটালাইজেসন করে একই নেটওয়ার্কের আওতায় এনে সরকারী সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার কাজ করে যাচ্ছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সাড়ে বারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় তথ্য বাতায়ন (ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় ওয়েভপোর্টাল) উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।