বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনীর ছাগলনাইয়ায় এলাকায় পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকাল ৭টায় তিনি ফেনীর উদ্দেশে রওনা দিবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।
তিনি জানান, বুধবার সকাল ৮টায় মহাসচিব উত্তরার বাসা থেকে রওনা হয়ে দলের নয়াপল্টন কার্যালয় হয়ে ফেনীর উদ্দেশে যাত্রা করবেন। ফেনীতে পৌঁছে দুপুর ১টার দিকে মুন্সীরহাটে পথসভায় বক্তব্য দেবেন মির্জা ফখরুল।
এরপর ফুলগাজীতে বক্তব্য দেবেন দুপুর ২টার দিকে। দুপুর ৩টায় পরশুরামে পথসভায় ও বিকেল ৪টায় ছাগলনাইয়ায় আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন ফখরুল।