ইউক্রেনে যুদ্ধবিরতি মেনে নিল বিদ্রোহীরা

ukraine15-311x186অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী সংগঠনগুলো। এএফপি।

সোমবার বিকেলে ইক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকোর দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি সমর্থন ব্যক্ত করেন দোনেতস্কর স্বঘোষিত প্রধানমন্ত্রী আলেকজেন্ডার বরোদাই৷

তবে তিনি এ ব্যাপারে ইউক্রেন সরকারকে শুক্রবার বিকেল পর্যন্ত সময় দিয়েছেন তিনি৷

আলেকজান্ডার বোরোদাই জানান, পেত্রো পোরোশেনকো সরকার তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি দাওয়া মেটাতে সম্মত না হলে, তবেফের সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবেন তারা।

রোববার যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন দিতে বিদ্রোহীদেরকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আহবান জানানোর পরই তারা তার আহবানে সাড়া দেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিনের আহ্বানে সাড়া দেওয়ায়, ইউক্রেন সঙ্কট কাটার সামান্য হলেও সম্ভাবনা দেখা দিয়েছে।

এর আগে শুক্রবার প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো এক সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। একইসাথে তিনি দেশটির পূর্বাঞ্চলের বিদ্রোহীদেরকে এ যুদ্ধবিরতি মেনে নিয়ে আলোচনায় বসারও আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *