নির্বাচনকে ঘিরে আমাদের অবস্থান পাল্টায়নি

index1গত ৫ জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র মেরি হার্ফ। তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনকে বড় কয়েকটি দল বয়কট করেছে- যা নিয়ে আমাদের অবস্থান পাল্টায়নি।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সহকারী সচিব নিশা দেশাই বিশওয়ালকে উল্লেখ করে হার্ফ বলেন, বাংলাদেশের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী সচিব নিশা দেশাই বিশওয়াল এর আগে অনেকবার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার কথা বলছে।

তিনি বলেন, যতক্ষণ এ আলোচনা অনুষ্ঠিত না হবে- ততক্ষণ যুক্তরাষ্ট্র আলোচনায় বসার কথা বলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *